অটোরিকশাচালক সাজামুল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা-পুলিশ। এ ঘটনায় মো. মাসুম (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার (৬ অক্টোবর) আরএমপি হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, গত শনিবার (৫ অক্টোবর) রাজশাহী নগরীর দামকুড়া থানাধীন লপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মাসুমকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়।
আরএমপি কমিশনার জানান, গত ২১ সেপ্টেম্বর দামকুড়া থানা এলাকার নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন সাজামুল। পরের দিন ২২ সেপ্টেম্বর লপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করেন তাঁর স্ত্রী। তদন্তের এক পর্যায়ে আসামি মাসুমকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি মাসুম জানান, সাজামুলের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল তাঁর। সম্প্রতি সাজামুলের অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর সাজামুলের অটোরিকশা ভাড়া নিয়ে লপাড়া এলাকায় আসেন মাসুম। এক পর্যায়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে সাজামুলকে হত্যা করেন মাসুম। এরপর অটোরিকশাটি পাবনা সদর থানা এলাকার রশিদ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।
আরএমপি কমিশনার জানান, গত রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি মাসুম।