অগ্নি-সন্ত্রাস ও নাশকতাকারীকে হাতেনাতে গ্রেপ্তার করায় ট্রাফিক পুলিশের দুই সদস্যকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান (বিপিএম-বার, পিপিএম-বার)। পুরস্কৃতরা হলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের সার্জেন্ট পলাশ কুমার রায় ও টিএসআই আতাবুল। খবর সকালের খবরের।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ওই দুই পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।
এডিসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে আসাদগেট এলাকায় সেন্ট যোসেফ স্কুলের সামনে একটি বাসে আগুন দিয়ে দৌড়ে পালানোর সময় এক নাশকতাকারীকে সরাসরি গ্রেপ্তার করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের সার্জেন্ট পলাশ কুমার রায় ও টিএসআই আতাবুল। সাহসিকতাপূর্ণ এই কাজের জন্য ডিএমপির কমিশনার তাদের বিশেষ আর্থিক পুরস্কার প্রদান করেছেন।
এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।