অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় ভাটারার নতুন বাজার এলাকার একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজারে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী।
এ সময় ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য ও সংশ্লিষ্ট থানা-পুলিশ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী জানান, অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সাতটি মামলায় মট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।